অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর


Job Details

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিম্নলিখিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচেছ। পূরণযোগ্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিবরণ নিম্নরূপ:-

Job Status
Permanent
Educational Requirements

(ক) কোন স্বীকৃত বোর্ড  হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

(গ) টাইপিং এ বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২ ও  শব্দের গতি;

Apply Instruction

ক) এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে  বিএসসির নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://job.bsc.gov.bd/এই ওয়েবসাইটে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অন লাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ-

  •  অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ : ডিসেম্বর ২৩, ২০২১খ্রি. সময়ঃ সকাল ৯.০০ ঘটিকা। 
  • অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: জানুয়ারি ১৩, ২০২২খ্রি. সময়ঃ রাত ১২.০০ ঘটিকা। 

আবেদন ফি : ১০০/- (একশত) টাকা (অফেরৎযােগ্য) ।

উক্ত সময়ের মধ্যে User ইমেইল ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগিন করে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে অনলাইন জব পোর্টাল থেকে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থীগণ নতুন হলে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে ।

খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel. File size maximum ৬০ kb) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel. File size maximum ১০০ kb) স্ক্যান করে নির্ধারিত স্থানে jpg ফাইল এ আপলোড করবেন।

গ) অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবদেনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload  করে আবেদনপত্র Submit করা সস্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী পরীক্ষার ফি জমা দেয়ার পর প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি Make Payment অপসন দেওয়া থাকবে এবং অপসন ক্লিক করে প্রার্থী ekpay এর মাধ্যমে যেকোন অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ/প্রভৃতি) এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ হতে ৩ নং ক্রমিকের প্রতিটি পদের জন্য ১০০/- (একশত) টাকা (অফেরৎযোগ্য) অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।” উল্লেখ্য, আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি পরিশোধের পর সংশ্লিষ্ট প্রার্থী একটি স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) দেখতে পারবেন এবং তাহা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। উক্ত অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) লিখিত পরীক্ষার দিন সঙ্গে আনা এবং পরবর্তী যেকোন প্রয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।         

চ) উল্লেখ্য, লিখিত পরীক্ষার তারিখ ও সময় বিএসসির নিজস্ব ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

***কারিগরি সমস্যার কারণে Nexus ও Rocket থেকে টাকা গ্রহণ করা যাচ্ছে না । অনুগ্রহ করে Bkash ও Nagad থেকে টাকা জমা দিন । ***

Salary
BDT ১০,২০০ - ২৪,৬৮০
Terms & Condition

মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় মূল সনদপত্র:

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র


(খ) অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)


(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র


(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র


(ঙ) জাতীয় পরিচয়পত্র(এনআইডি)


কোটাভুক্ত প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী:


প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ মুক্তিযোদ্ধার পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত বিশেষ নির্দেশনাবলি চাকুরি প্রার্থীদেরকে নিম্নেবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে :


(১) মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, জন্ম সনদ;


(২) মুক্তিযোদ্ধার সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখ


(৩) গেজেট নম্বর ও তারিখ

(৪) মন্ত্রণালয়ের সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর

(৫) বামুস সনদ নম্বর ও তারিখ


(৬) মুক্তিযোদ্ধার নাতি-নাতনী দাবী করার ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র;


(৭) মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদপত্র পোষ্যদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়ন পত্র;


(৮) সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম ও অন্যান্য তথ্যাদি সম্বলিত তালিকার কপি। 


উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে: জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ। 


বি.দ্র:

কোটার ক্ষেত্রে সর্বশেষ হালনাগাদ সরকারি বিধিমালা প্রযোজ্য হবে। 


প্রার্থীদের বয়সসীমা: গত ২৫-০৩-২০২০খ্রি তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব  ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের নাতী-নাতনীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব  ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


বি.দ্র:  বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।


বিবিধ:


  • নির্বাচনী পরীক্ষায় (লিখিত-ব্যবহারিক-মৌখিক)/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  •  কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
  • কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নিয়ম /নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস -বৃদ্ধি হতে পারে। তাছাড়া , নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • আবেদনপত্র গ্রহণ , বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এ বিজ্ঞপ্তি আংশিক /সম্পূর্ণ পরিবর্তন /বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Others Benefit
Job Location
বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

N.B : For Technical Support please Contact 01872121191 (9am-5pm)

Job Summary

Related Job