আবেদন সংক্রান্ত নির্দেশনাবলি,
আবেদন প্রক্রিয়া
এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে
বিএসসি’র নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সে লক্ষ্যে www.job.bsc.gov.bd
এই ওয়েবসাইটে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে
রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্যে যোগ্য
প্রার্থীদেরকে এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সময়, স্থান ও
সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে।
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়
অক্টোবর ০৮, ২০২৩ সময়: সকাল ৯.০০
ঘটিকা।
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়
অক্টোবর ২৯, ২০২৩ সময়: রাত ১২.০০ ঘটিকা।
আবেদন সংক্রান্ত তথ্যাদি
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের
নিয়োগ পরীক্ষা, ২০২৩ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি
প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসি’র নিজস্ব ওয়েবসাইট www.bsc.gov.bd এ পাওয়া যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; (খ) অভিজ্ঞতার সনদপত্র; (গ) প্রথম
পরীক্ষা/সাক্ষাৎকারের সময় অবশ্যই বর্ণিত সনদপত্রের মূলকপি প্রদর্শন
করতে হবে
শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদপত্র; (ঙ) জাতীয় পরিচয়পত্র (NID); (চ) C.D.C (Continuous Discharge
Certificate); (ছ) প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক/মোটর); ইত্যাদির মূল
সনদপত্র এবং (জ) সম্প্রতি তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি মৌখিক পরীক্ষার
সময় সঙ্গে আনতে হবে।
এছাড়া, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ
উপর্যুক্ত সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় বাছাই কমিটির কাছে জমা প্রদান
করতে হবে।
প্রার্থীদের বয়সসীমা
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২৯-১০-২০২৩খ্রিঃ
তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ (চল্লিশ) বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে
এস.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে
গন্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।
সতর্কীকরণ
নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো পক্ষের সাথে কোনো প্রকার যোগাযোগ এবং আর্থিক লেনদেনের
তথ্য পাওয়া গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে এবং তাৎক্ষণিক প্রার্থীর
বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।